Bollywood মঙ্গল, ৩ মার্চ

রণবীর-আলিয়া: রণবীরের সঙ্গে তুমুল নাচ আলিয়ার (ভিডিও ভাইরাল)

রণবীর-আলিয়া


রণবীর-আলিয়া কাপুরের প্রেম আর নতুন কিছু নয় ৷ প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন একে অন্যের৷ এরই মধ্যে সামনে এল একটি ভিডিও৷

রণবীরের সঙ্গে আলিয়ার নাচের মজাদার একটি ভিডিও Leak হয়ে গিয়েছে, যা মুহূর্তে ভাইরাল! আপনিও দেখতে পারেন৷

ধারণা করা হচ্ছে, ভিডিওটি অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukhopadhyay) ব্রহ্মাস্ত্র (Brahmāstra) ছবির জন্য শ্যুট করা হয়েছে ৷ এই সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shahrukh Khan) ৷

এর আগে বিগ বি শ্যুটিং-এর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন ৷ এই সিনেমাতে আরও রয়েছেন মৌনী রায়, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া, প্রতীক বব্বর এবং প্রমুখ ।

Comment

Others Post