Tollywood শুক্র, ৩১ জানু

বড়পর্দায় এবার মোশারফ করিম, সঙ্গে নুসরাত-আবির-পরমব্রত

মোশারফকরিম-আবির-পরমব্রত

বড়পর্দায় এবার মোশারফ করিম, সঙ্গে আবির-পরমব্রত । ছবিঃ সংগৃহীত


বড়পর্দায় এবার মোশারফ করিম । প্রায় নয় বছর পর পরিচালনায় ফিরে আসলেন ব্রাত্য বসু। টলিউডের প্রথম সারির দুই অভিনেতা আবির-পরমব্রত এর বিপরীতে নুসরাতকে নিয় হাজির হচ্ছেন তিনি ।

সবচেয়ে চমক হিসেবে আছেন ছবিটিতে বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম। একইসঙ্গে, একইফ্রেমে বাংলাদেশের এই খ্যাতিমান অভিনেতার সাথে দেখা যাবে কলকাতার নুসরাত-আবির-পরমব্রত এর মতো তারকাকে।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনেই তৈরি হচ্ছে ব্রাত্য বসুর ‘ডিকশিনারি’ ছবিটি। ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের বহুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে।

‘ডিকশিনারি’-তে মোশারফ করিম এর বিপরীতে অভিনয় করছেন ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু। ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি এগোয়। আর অপরদিকে এই ছবিতেও আবির-নুসরতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর অভিনয়ে। এরপর পরমব্রতর সঙ্গে সম্পর্ক তৈরি হবে নুসরতের। মূলত, ‘স্বামী হওয়া’ গল্পকে অবলম্বন করেই তৈরি হয়েছে এই চিত্রনাট্য।

এর আগে জনপ্রিয় এ পরিচালক দর্শকদের রাস্তা, তিস্তা ও তারার মতো ছবি উপহার দিয়েছেন।

Comment

Others Post