Dhallywood শনি, ২৯ ফেব্রু

মেহজাবিনঃ থার্ড আই নাটকটি লিখেছি সচেতনতা বাড়াতেই

মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী । ছবিঃ সংগৃহীত


একজন পাকা অভিনেত্রী হিসেবে ইতোমধ্যেই দর্শক মনে ঠাঁই করে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (Mehazabien Chowdhury)। যার জন্যে প্রতিবছরই তাঁকে ব্যস্ত থাকতে হয় নাটক কিংবা টেলিফিল্মের শুটিংয়ে।

প্রথমবারের মতো নাটকের গল্প লিখলেন বাংলা নাটকের দর্শকনপ্রিয় এই অভিনেত্রী । গল্প লেখার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন তিনি। নাটকের নাম থার্ড আই, পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস (Sraboni Ferdous)।

গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারী রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং সম্পূর্ণ হয়। গল্পটি লেখার পাশাপাশি নাটকটিতেই নিজেই অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন । তাঁকে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে দেখা যাবে এ নাটকে।

এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, একজন নারী হিসেবে আমি সবসময়ই সচেতন থাকি। আর এই গল্পটা আমার মাথায় অনেক আগে থেকেই ছিলো । বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, নানারকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।

সেজন্য আমি কখনো শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করিনা। প্রয়োজনে সেটা আমার গাড়িতে করি, অন্য কোথাও না। এরকম একটা ভাবনা থেকেই গল্প সাজিয়েছি।

প্রথমবার নাটকের গল্প লেখা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকেই অনেক গল্প খুঁজে পাই। এটাই আমার প্রথম লেখা বাংলা নাটক। নিজের সচেতনতার ভাবনাটাকে গুরুত্ব দিয়েই এটা লিখা।

এই নাটকটিতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ।

নারী দিবস উপলক্ষে নির্মিত নাটকটি আগামী ৮ মার্চ আরটিভিতে প্রচারিত হবে।

Comment

Others Post