Hollywood শনি, ২৯ ফেব্রু

জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’ এবার বাংলা ভাষায় (ভিডিও)

Daniel Craig in No Time to Die

জেমস বন্ড এ ড্যানিয়েল ক্রেইগ। ছবিঃ সংগৃহীত


বিশ্বজুড়ে সিনেমাপ্রেমিদের কাছে তুমুল জনপ্রিয় হয়েছে জেমস বন্ড (James Bond) সিরিজ। এ সিরিজের পরবর্তী সিনেমা নো টাইম টু ডাই (No Time to Die) দেখার জন্য মুখিয়ে আছে বন্ডের ভক্তরা।

সিনেমাটির নির্মাতারা এবার ভারতীয় উপমহাদেশের ১০টি ভাষায় ট্রেলার প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

'০০৭' হিসেবে ড্যানিয়েল ক্রেইগ (Daniel Craig) সবশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। তাই বড় পর্দায় জেমস বন্ডের ভূমিকায় তাঁকে দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের কোটি ভক্ত।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হলিউড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স (Universal Pictures) সিনেমারটির ট্রেলার উপমহাদেশের মোট ১০টি ভাষায় প্রকাশ করেছে। ভাষাগুলো হলো বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, ভোজপুরি, মালয়ালম, মারাঠি, কন্নড় ও গুজরাটি।

নো টাইম টু ডাই সিনেমাটি জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা।

সিনেমাটির নির্মাতারা টুইটারে ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। বাকি ভাষাগুলোতে সিনেমা মুক্তি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে ১০টি উপমহাদেশিয় ভাষার ট্রেলারগুলো প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স (Universal Pictures)

দেখুন 'নো টাইম টু ডাই' বাংলা ট্রেলার:

Comment

Others Post