Hollywood সোম, ১৬ মার্চ

করোনায় আক্রান্ত হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী

tom hanks and rita wilson করোনায় আক্রান্ত

অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিতা উইলসন । ছবিঃ সংগৃহীত


অস্কারজয়ী জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস (Tom Hanks) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। টমের পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী রিতা উইলসনও (Rita Wilson)।

৬৩ বছর বয়সী অভিনেতা টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে লিখেছেন, এই মুহূর্তে তিনি ও তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁদের দুজনেরই একটু ক্লান্ত লাগছিল । শরীরে ঠাণ্ডা ও ব্যথা হচ্ছিলো। মাঝেমধ্যে রিতার শরীর ঠান্ডা হয়ে আবার কিছুক্ষণ পর ছেড়েও যেত। এ অবস্থায় বিশ্বের অন্য সবার মতো শরীরে করোনাভাইরাস আছে কি না তা পরীক্ষা করিয়েছেন।

আরও পড়ুনঃ
ষ্টুপিড লাভ – লেডি গাগার নতুন মিউজিক ভিডিও

জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’ এবার বাংলা ভাষায় (ভিডিও)

টম হ্যাঙ্কস জানান, 'পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, আমরা উভয়েই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। প্রশ্ন হলো, এখন কী হবে? ডাক্তারের পরামর্শ মতো আমাদের চলতে হবে, পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। একই সঙ্গে পৃথিবীর বাকিদের সুরক্ষার জন্য সবার থেকে আমাদের আইসোলেশন এ রাখা হবে।

টম হ্যাঙ্কসের অসুস্থতার খবরে বিশ্বব্যাপী তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রীর সুস্থতা কামনা করেছেন

বিশ্বখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস এ পর্যন্ত দুবার বা অস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।  'দ্য ভিঞ্চি কোড (The Da Vinci Code)', 'দ্য টার্মিনাল (The Terminal)', 'ক্যাচ মি ইফ ইউ ক্যান (Catch Me If You Can)', 'ফরেস্ট গাম্প (Forrest Gump)', 'স্লিপলেস ইন সিয়াটল', 'সেভিং প্রাইভেট রায়ান (Saving Private Ryan)', 'ফিলাডেলফিয়া (Philadelphia)', 'ইউ হ্যাভ গট মেইল (You've Got Mail)', 'কাস্ট অ্যাওয়ে' সহ বহু ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যম তিনি  নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

প্রসঙ্গত, টম হ্যাঙ্কস মার্কিন রক সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলির বায়োপিকের শুটিংয়ে অস্ট্রেলিয়ায় যান।

Comment

Others Post