South Indian বুধ, ১১ মার্চ

অল্লু অর্জুন এর মহিলা ভক্তদের ক্ষেত্রে তার স্ত্রী স্নেহা রেড্ডি অত্যন্ত কড়া

stylish actor allu arjun

অল্লু অর্জুন । ছবিঃ সংগৃহীত


অল্লু অর্জুন (Allu Arjun) বর্তমানে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা । সুদর্শন ও স্টাইলিশ অভিনেতা হিসেবে অল্লু অর্জুন এর মহিলা ভক্ত ও অনেক রয়েছে ।

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুদর্শন ও স্টাইলিশ অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। ব্যক্তিগত জীবনে অল্লু অর্জুন স্নেহা রেড্ডির (Sneha Reddy) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । সম্প্রতি ফিল্মফেয়ারের সাথে একটি সাক্ষাত্কারে তার বৈবাহিক জীবন উঠে এসেছে ।

যেমনটি আমরা সবাই জানি, অল্লু অর্জুন দেখতে বেশ সুদর্শন এবং স্টাইলিশ, তাঁর বেশ ভাল মহিলা ভক্তও রয়েছে। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, এ অভিনেতা প্রকাশ করেন যে তার স্ত্রী স্নেহা বিষয়টি সম্পর্কে অত্যন্ত কঠোর। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে তাঁর মহিলা অনুসারীরা তাঁর দাম্পত্য জীবনকে বিঘ্নিত করতে চাইবেন না। এ সম্পর্কে তিনি আরো বলেন, আমি বিবাহিত এবং আমার দুটি বাচ্চা ও রয়েছে এ বিষয়টি সম্পর্কে সবাই জানেন ।

উল্লেখ্য, বর্তমানে অল্লু অর্জুন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন সিনেমা নিয়ে । তিনি সুকুমার (Sukumar) পরিচালিত একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। প্রাথমিকভাবে সিনেমাটির নাম দেওয়া হয়েছে শেশাচালাম । এর আগে তিনি পূজা হেগড়ে (Pooja Hegde) এর সাথে Ala Vaikunthapurramuloo সিনেমায় অভিনয় করেছেন।

Comment

Others Post