Bollywood শনি, ১৪ মার্চ

করোনা আতঙ্কে স্থগিত অক্ষয় এর সূর্যবংশী মুক্তি

Akshay kumar in Sooryavanshi

সূর্যবংশী সিনেমায় অক্ষয় কুমার। ছবিঃ সংগৃহীত


মহামারী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্ব জুড়ে পিছিয়ে যাচ্ছে একের পর সিনেমা মুক্তির তারিখ। এবার করোনা আতঙ্কে স্থগিত হলো অক্ষয় এর সূর্যবংশী (Sooryavanshi) ।

আরও পড়ুনঃ
IMDB: সূর্যবংশী ২০২০ এর সর্বাধিক প্রত্যাশিত বলিউড মুভি

আসন্ন ২৪ মার্চ মুক্তি পাচ্ছে অক্ষয়ের সূর্যবংশী

সূর্যবংশীর ট্রেলারে ধামাকা বলিউড ত্রয়ীর – অক্ষয়, রণবীর, অজয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারী বলে ঘোষণা করেছে। যার প্রভাব হলিউড, ডালিউড ছাড়িয়ে পড়েছে বলিউডে ও। কেরালা, দিল্লির সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে। এমনকি কোথাও কোথাও থমকে যাচ্ছে অনেক সিনেমার শুটিংও। যার ফলে বিশ্বজুড়ে মন্দা দেখা দিচ্ছে সিনেমা বাণিজ্যে। সেই পরিপ্রেক্ষিতে এবার পিছিয়ে গেল অক্ষয় এর সূর্যবংশীর মুক্তি ।

ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে অক্ষয় এর সূর্যবংশীর মুক্তি পেছানো হলো। উল্লেখ্য সিনেমাটি ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিলো ।

এছাড়াও অক্ষয় তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, 'করোনা ভাইরাসের কারণে প্রিয় দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে 'সূর্যবংশী'র মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় মতো সূর্যবংশী ফিরে আসবে আপনাদের কাছে আবার । ততোদিন পর্যন্ত নিজের যত্ন নিন ও ভালো থাকুন।

একনজরে টুইটিঃ

উল্লেখ্য, পরিচালক রোহিতের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। সূর্যবংশীতে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। সিংঘাম ও সিম্বার পর এটি রোহিত শেঠির (Rohit Shetty) তৃতীয় পুলিশ প্রধান অ্যাকশনধর্মী সিনেমা।

Comment

Others Post